বরিশাল থেকে এস এম ওমর আলিী সানী,
বরিশালের গৌরনদী উপজেলা টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল ওহাবকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক, কর্মচারীরা সোমবার সকালে স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসার উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ এময় বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষক মো. আব্দুল ওহাব, গৌরনদীর সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক বিল্পব কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক প্রবীর কুমার সাহা, সুদেব চন্দ্র পাল, সঞ্জীব কুমার গাইন, নিলিমা আক্তার, সাহিদা শারমিন, রেকসোনা, প্রাক্তন ছাত্র তারেক মাহমুদ আলী, জিএম জসিম হাসান, মোল্লা ফারুক হাসান, বিপুল ঘোষ, সুমন মন্ডল প্রমুখ।
Leave a Reply