এস.এম দূর্জয় গাজীপুরঃ
সারাদেশ ন্যায় গাজীপুরের শ্রীপুরে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ভরে ওঠে উপজেলার প্রতিটি শহীদ মিনার প্রাঙ্গণ।শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার গভীর রাত থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে থাকে শ্রীপুর বীরমুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে।একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী,বীরমুক্তিযোদ্ধা এবং পৌর মেয়র ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।বাজানো হয় অমর একুশে ফেব্রুয়ারি’র কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি…..। গান,কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।রবিবার ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড.সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আনিছুর রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা নাসরীন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান , শ্রীপুর রেন্ঞ্জ কর্মকর্তা মোঃ আনিসুল হক, মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ,কৃষি কর্মকর্তা মূয়ীদুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুল ইসলাম,শ্রীপুর জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ তদবীরুর রহমান,উপজেলা সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান মাসুদ,আনসার ভিডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা প্রমুখ।আলোচনা সভা শেষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী,কবিতা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply