গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব,
গতকাল শনিবার বরিশাল ঢাকা মহা-সড়কের গৌরনদীর বাটাজোর বন্দরের কাছে কবিবাড়ী কালভার্ট এলাকায় কাভার্ড ভ্যান, ট্রলি এবং মোটরসাইকেল এর ত্রিমুখী সংঘর্ষে ট্রলি চালক ঘটনাস্থলে নিহত ও তিনজন গুরতর আহত হয়েছে। নিহত ট্রলি চালকের নাম আজিজুর রহমান সরদার (২২) তার বাড়ি উজরপুর উপজেলার পশ্চিম বামরাইল গ্রামে। স্থানীয়রা জানান বেপরোয়া গতির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৫-৪৫৩৯) একটি মোটরসাইকেল সাইড দিতে গিয়ে ট্রলির সাথে মূখোমূখি সংঘর্ষে ধাক্কাখেয়ে ট্রলিটি মোটরসাইকেলের উপর পরে,ঘটনাস্থলেই ট্রলির চালক আজিজুল সরদার মারা যায়। এ সময় ট্রলির সহযোগি রবিউল ফকির ও দুইজন মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়। আহত তিনজনকে আশংক্ষাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব ইসলাম জানান, দূর্ঘটনা কবলিত তিনটি গাড়ী থানা হেফাজতে নেয়া হয়েছে। কাভার্ড ভ্যান এর চালক পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় পৃথক মামলা করা হয়েছে।
Leave a Reply