বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, চট্টগ্রামের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমহানকে যেমন ভালবাসতেন, তেমনি বেগম খালেদা জিয়াকেও ভালবাসতেন। একইভাবে তারেক রহমানের প্রতিও চট্টগ্রামের মানুষের অফুরন্ত ভালবাসা আছে।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে চট্টগ্রামের মানুষ উদগ্রীব হয়ে আছেন। ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে সর্বস্তরের মানুষ তাদের উপস্থিতির মাধ্যমেই সেই ভালবাসার বহিঃপ্রকাশ ঘটাবেন।
আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের উপস্থিতি উপলক্ষে প্রস্তুতি সভা শেষে এ মন্তব্য করেন আমির খসরু মাহমুদ।
তিনি জানান, চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত জনসভাকে রাজনৈতিক সমাবেশে সীমাবদ্ধ রাখতে চায়না বিএনপি। দলীয় নেতা-কর্মী ও সমর্থকের পাশাপাশি শিক্ষার্থী, কর্মজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায়। বৃহত্তর চট্টগ্রামের সবক’টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের দায়িত্বশীল নেতারা জনসমাবেশকে সফল করতে কাজ শুরু করেছেন।
বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেন। ১৪ বছর পর একই মাঠে তারেক রহমান বক্তব্য রাখবেন। তবে তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফর করেন ২০০৫ সালে।
জনসভা সফল করতে রোববার রাতে আমির খসরুর বাসায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পদস্থ নেতাদের পাশপাশি ১৬ আসনে মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply