কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৩৮ টি মাদ্রাসার এতিমখানার সাড়ে ৩ শত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্তরে এ কম্বল বিতরণের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে এসব কম্বল তুলে দেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ,উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিরাজ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল উপস্থিত ছিলেন।
Leave a Reply