ফারহানা আক্তার, জয়পুরহাট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পিচোলিয়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া।
এ সময় বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতার বিকল্প নেই। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসতে হবে।
এর আগে উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
Leave a Reply