ডেস্ক রিপোর্ট : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে আমাদের দেশের মানুষ কেউ ভোট দিতে পারেনি। দেশের সরকার কে হবে, মন্ত্রী কে হবে সেটা একজন খুনি ঠিক করে দিত। তার মতামত চাপিয়ে দেওয়ার জন্য এ দেশের ছাত্র-জনতাকে যখন ইচ্ছা হত্যা করত, বন্দি করে রাখত, গুম করে রাখত, মিথ্যা মামলা দিয়ে রাখত এবং নানান ধরনের হয়রানি করত।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে জেলাপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, এ জুলুম, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ সমাজসহ সব মানুষ এক হয়ে দাঁড়িয়েছিল। অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে ভোটের অধিকার পেয়েছি। যে দলকে পছন্দ তাকেই ভোট দেবেন। ভোট দেওয়ার বাধা সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা; কিন্তু আমরা কেউ ভোট দেওয়ার ক্ষেত্রে কাউকে বাধার সৃষ্টি করব না।
তিনি বলেন, আমরা গণভোটের আয়োজন করেছি। এ গণভোটের মাধ্যমে আমরা এমন নির্বাচন করতে চাই যেখানে অনিয়ম থাকবে না, শোষণ থাকবে না। এই ভোট হবে নতুন বাংলাদেশের পক্ষে-বিপক্ষে।
মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply