কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,কোটালীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ রিয়াদ মাহমুদ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা,মোঃ মিরাজ হোসেন,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জসীমউদ্দিন,মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন তালুকদার,আবুল কালাম দাড়িয়া,স্কাউট প্রভাষ হালদার।
এসময় সাংবাদিক ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য রাখেন।
এরআগে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে,শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply