গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল শেখের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কের লীজ গ্রহীতা হীরক রায়।
শনিবার দুপুরে সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লীজ গ্রহীতা হীরক রায় বলেন, গত ১০ ডিসেম্বর বিকালে জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল শেখসহ ৩ জন অজ্ঞাতনামা যুবক পার্কে বিনা টিকিটে প্রবেশ করেন। পরে তিনি আমার ফোন নম্বর চাইলে তা দিতে অস্বীকৃতি জানালে পার্কের শেয়ার হোল্ডার ও কর্মচারীদের গালিগালাজ করেন। পরে পার্কের দোকান কর্মচারী ফয়সালকে গালিগালাজ ও মারধর করেন পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে জেলা ছাত্রদলের সভাপতি।
তিনি আরো বলেন, এসময় তারা পার্ক ভাংচুরের হুমকি দিয়ে সিঙ্গেল ৭নং কটেজে অবস্থান করে মাদকদ্রব্য সেবন এবং কক্ষের টিভি ভাংচুর করেন। তখন ফয়সাল বিষয়টি পার্কের শেয়ার হোল্ডার হিমেল দাঁড়িয়াকে ফোনে জানান। পরে মিকাইল ও তার সাথের তিন যুবক নেশাগ্রস্ত অবস্থায় পার্কের বাইরে এসে বহিরাগতদের সাথে বিতন্ডায় জড়ান এবং এক পয্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা না করার হুমকি দিয়ে নামে ও বেনামে তাকে প্রাণ নাশের হুমকী দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে দোষীদের বিচারের দাবী জানান।
Leave a Reply