কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৬ নং ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই।অভিযোগের তদন্তে এসে শিক্ষার্থী অভিভাবকদের তোপের মুখে পড়েছেন উপজেলা শিক্ষা অফিসের ৩ সহকারি শিক্ষা কর্মকর্তা।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার ৬ নং ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এই বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে নানাবিধি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে স্থায়ী বদলীর দাবীতে লিখিত অভিযোগ দেয় এলাকাবাসী। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিস পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেন।এ ঘটনায় গঠিত তদন্ত টিম দুপুরে বিদ্যালয়ে তদন্তে এলে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকসহ ক্লাস্টার এলাকার দুই শতাধিক অভিভাবক সহকারি শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন। তারা লিখিতভাবে সে-সব অভিযোগ জমা দেন।এসময় বিক্ষুদ্ধ অভিভাবকেরা তদন্ত টিমের কাছে অনতিবিলম্বে শিক্ষক তপতি বাড়ৈর স্থায়ী বদলীর আল্টিমেটাম দিয়ে স্লোগান দেয়।খবর পেয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে আসেন। উপস্থিত অভিভাবকদের শান্ত থাকার অনুরোধ জানান।বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়সংলগ্ন বাসিন্দা এমদাদ আলী বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বিদ্যালয়ে একটা অরাজকতা তৈরী করে রেখেছেন সহকারি শিক্ষক তপতী বাড়ৈ।তিনি এই বিদ্যালয়ে যোগদানের পর থেকে নিজের ইচ্ছেমত আসা যাওয়া করেন।ঠিকমত ক্লাসে পড়ান না। শিক্ষার্থীদের কাছে তার শিশু সন্তান দিয়ে তিনি ক্লাসরুমে মোবাইল চালায়।আমরা তার স্থায়ী বদলী চাই।
শাহনাজ বেগম নামের আরেক অভিভাবকসহ একাধিক অভিভাবক বলেন,তপতী ম্যাডাম এখানে আসার পর অনেক ভালো ভালো শিক্ষক এখান থেকে বদলী হয়ে গেছেন।ছাত্র ছাত্রী তো দূরের কথা কোন শিক্ষকের সাথে তিনি ভালো ব্যবহার করেন না। তাকে কেউ কিছু বলতে গেলে উল্টো শাষিয়ে দেন। ক্লাসে বাচ্চাদের নির্যাতন করেন। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী তিনি শিক্ষক হওয়ার যোগ্য নন।শিক্ষার্থী অভিভাবক শাহাদাত গাজী বলেন,তপতী বাড়ৈ একজন শিক্ষক হওয়ার যোগ্য নন। তিনি ক্লাসে গিয়ে লেখাপড়া না করিয়ে বকঝকা করে ছাত্রছাত্রীদের আতংকের মধ্যে রাখেন। তার বিরুদ্ধে আমরা বহুবার প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকসহ শিক্ষা কর্মকর্তাদের অভিযোগ দিয়েছি কোন কাজ হচ্ছে না। তাকে সংশোধন হওয়ার কথা বললে ভয়ভীতিও দেখান।এখানে কোন শিক্ষক এসে থাকতে চান না তার নানা অত্যাচারে।শুনেছি তার একধিক বিয়ে রয়েছে।ইতিপূর্বে এক শিক্ষা কর্মকর্তাকে ফাসিয়ে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন।আমরা দ্রুত তপতী বাড়ৈর স্থায়ী বদলী চাই। শিক্ষা অফিস সে ব্যবস্থা না করলে আমরা মানববন্ধনসহ নানা পদক্ষেপ নিতে বাধ্য হবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা মন্ডল বলেন, আমি গতবছর পদোন্নতি পেয়ে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেই।সে সময় তপতী বাড়ৈ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলো।আমি আসার পর তার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করি।সে আর্থিক বিষয়ে সঠিকভাবে হিসাব দিতে পারে নাই। তিনি বিদ্যালয়ের কোন নিয়ম শৃংঙ্খলা মানেন না। খেয়াল খুশি মত বিদ্যালয় থেকে বাসায় চলে যান। শ্রেণিকক্ষেও ঠিকমত ক্লাস নেননা। তার বিষয়ে একাধিকবার শিক্ষা কর্মকর্তাদের জানিয়েছি। তারা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
সহকারি শিক্ষক প্রনয় বিশ্বাস ও দিপক গাইন বলেন,তপতী ম্যাডাম সব সময় উৎশৃঙ্খলভাবে চলাচল করেন। আমরা ভয়ে তাকে কিছু বলতে সাহস পাইনা।তপতী বাড়ৈ ২০২০ সালের ২৯ জানুয়ারী এই স্কুলে যোগদান করেন। অনেক শিক্ষকই তার আচরণে ক্ষুদ্ধ হয়ে এখান থেকে অন্যত্র বদলী হয়ে চলে গেছেন।অভিযুক্ত তপতী বাড়ৈ সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।তিনি বলেন যা বলার তদন্ত কমিটির কাছে লিখিতবাবে জানিয়েছি।
তদন্ত কমিটির সদস্য সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো: আহসান বলেন, আমরা অভিযোগকারীদেরসহ অভিযুক্ত শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছ থেকে বক্তব্য নিয়েছি।তদন্ত প্রতিবেদন উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে।
উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন বলেন, তপতী বাড়ৈর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply