গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব,
গতকাল মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী মডেল থানা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব ক্বারী আব্দুল আজিজের সভাপতিত্বে গতকাল দুপুর ২টায় সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে ওই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সাধারন সম্পাদক মাওলানা শামচুল আলম, যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ফারুকী। বক্তব্য রাখেন মুফতি আব্দুল হালিম, আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম, মুফতি আবু বক্কর হোসাইন আজমী, মাওলানা আজিজুল হক মৃধা, মাওলানা আব্দুল বাতেন নোমান, মাওলানা মনিরুল ইসলাম রাজাপুরী প্রমুখ। উল্লেখ্য, গত ৬ জানুয়ারী জাতীয় ইমাম সমিতির গৌরনদী উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদ পূনর্গঠন করা হয়েছে। গৌরনদী উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আব্দুল হালিমকে সভাপতি ও গৌরনদী বন্দর সাব রেজিষ্ট্রি অফিস জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিমকে সাধারন সম্পাদক করে জাতীয় ইমাম সমিতির গৌরনদী উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ পূনর্গঠন করা হয়। গতকাল অনুষ্ঠিত নবগঠিত কমিটির এ পরিচিতি সভায় উপজেলার ২ শতাধীক মসজিদের ইমামগন যোগদান করেছিলেন।
Leave a Reply