পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে রূপগঞ্জে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৫০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষরা।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিটি মার্কেট হাঠাবো,আতলাপুর, মাসুমাবাদ, এলাকায় ৪ টি স্পটে অভিযান চালিয়ে ৫০০ শত বাড়ির ১ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি ব্যাকারি মালিককে ৫০ টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষরা।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান, এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জোনাল বিক্রয় অফিস রুপগঞ্জ এর ম্যানেজার প্রকৌ. মোঃ জাহিদুল ইসলাম, জোনাল বিক্রয় অফিস আড়াইহাজার এর ম্যানেজার
প্রকৌ. মোঃ রায়হান কবির। সহ বিপুল সংখ্যক পুলিশ কমকর্তারা।
উচ্ছেদকৃত পাইপ: ১” ডায়া পাইপ ১০ ফুট ও প্লাস্টিক পাইপ ৫০ ফুট উচ্ছেদকৃত পাইপ: ২” ডায়া পাইপ ৫ ফুট উচ্ছেদকৃত পাইপ: ২” ডায়া পাইপ ১৫ ফুট উচ্ছেদকৃত পাইপ: ২” ডায়া পাইপ।
এ সময় হাঠাবো মার্কেট এলাকায় ১০ টি চায়ের দোকানের (ছোট হোটেল এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উচ্ছেদকৃত পাইপ: হোস পাইপ ২০০ ফুট।
ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ গ্যাস ব্যবহারের কারণে থ্রি স্টার বেকারীর মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে প্রতিনিয়ত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply