1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নাড়ির টানে বাড়ির পথে জনস্রোত - Bangladesh Khabor
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

নাড়ির টানে বাড়ির পথে জনস্রোত

  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঈদযাত্রায় দুর্ভোগ হবে না, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করা যেত না। কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম সেই ঘটনা। সড়ক-নৌ ও রেলপথ কোথাও দুর্ভোগ নেই। লাখ লাখ মানুষ স্বস্তিতে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ফিরেছেন নাড়ির টানে। অনেকে আজও ঢাকা থেকে ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওয়ানা হবেন। সড়ক-নৌ-রেলপথে ঘরমুখো মানুষের প্রচুর চাপ, যেন জনস্রোত বইছে।

শনিবার রাজধানীর বিভিন্ন দূরপাল্লার বাসস্ট্যান্ড, কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে সরেজমিন ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এমন চিত্র।

ঘরমুখো মানুষের অভিমত- উৎসবপাগল বাঙালিরা ঈদযাত্রায় স্বস্তি পাওয়ায় বর্তমান সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেছেন, ঈদে ফেরার সময়েও সরকারের কার্যকর তদারকি থাকলেও কোনো ভোগান্তি হবে না। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে সরকারের সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন যাত্রীরা।

শনিবার সরেজমিন দেখা গেছে, ঢাকার সায়েদাবাদ টার্মিনাল এলাকায় বাস কাউন্টার ও আশপাশের এলাকা ঘুরে সাধারণ সময়ের মতোই যাত্রীদের উপস্থিতি দেখা যায়। তবে কোথাও ভিড় দেখা যায়নি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল যাত্রায় মহাসড়কে যানজট না থাকায় সায়েদাবাদ থেকে প্রায় প্রতিটি বাস নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের মনেও ছিল প্রশান্তি। একই চিত্র ছিল কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চস্টেশনে।

যুগান্তরের গাজীপুর এবং টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, উত্তর জনপদের উদ্দেশে রওয়ানা হওয়া বাসগুলো যত্রতত্র যাত্রী উঠাচ্ছে। এতে ওই সড়কে কিছুটা গাড়ির জট রয়েছে; এজন্য গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে। তবে কোথাও কোনো যানজট নেই। অন্যান্যবারের মতো নেই চিরচেনা ভোগান্তিও।এছাড়া পদ্মা সেতু, আরিচা-দৌলতদিয়া পয়েন্টেও নেই কোনো যানজট ও দুর্ভোগ। তবে ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মহাসড়কের গৌরীপুরে সড়কে গাড়ির জটলা ছিল, এতে প্রচণ্ড গরমে শনিবার মানুষের খুবই কষ্ট হয়েছে। তবে কোথাও গাড়ি থেমে ছিল না। ধীরে ধীরে চলেছে।

সরকারের প্রচেষ্টা অব্যাহত : এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। শনিবার তিনি সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

সচিব বলেন, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা, বিআরটির অফিসার, পুলিশ, শ্রমিক-মালিক সমিতির নেতাদের সঙ্গে বসে আমরা এ চ্যালেঞ্জ নিয়েছি। এবারের ঈদযাত্রায় কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, ছিনতাই-চুরি-ডাকাতি হবে না, মলম পার্টির উপদ্রব থাকবে না। সর্বোপরি মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে ঘরে ফিরে যাবে এবং একইভাবে আসার সময় আমরা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাব।

তিনি আরও বলেন, বিআরটিএ প্রতিটি বাস টার্মিনালে বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া পুলিশ ও র‌্যাবের টিম সার্বক্ষণিক তৎপর রয়েছে। বাড়তি ভাড়া আদায়সহ যাত্রীদের সব সমস্যার সমাধানে অভিযোগ পাওয়ামাত্রই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

সময় মেনে চলছে ট্রেন : সরেজমিন দেখা গেছে, রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, একে অপরের প্রতি সহানুভ‚তির দৃশ্য মন ভরিয়ে দিচ্ছিল। একেকটি প্ল্যাটফর্ম আর ট্রেনে লোকে লোকারণ্য, কিছুটা দুর্ভোগ থাকলেও সবার মুখেই ছিল হাসি। সময় অনুযায়ী চলছে প্রায় ৯৮ শতাংশ ট্রেন। ফলে স্টেশন দুটিতে ঘণ্টার পর ঘণ্টা যাত্রী জটলার দৃশ্য চোখে পড়ছে না। বিগত যে কোনো ঈদের চেয়ে দুর্ভোগ কম পোহাতে হচ্ছে যাত্রীদের। তাছাড়া শিডিউল অনুযায়ী ট্রেন চলায় যাত্রী তথা রেলওয়ে সংশ্লিষ্টরা বেশ খুশি। তবে ট্রেনের ছাদে যাত্রী চলায় অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে নকল টিকিটধারী যাত্রীদেরও প্রতিরোধের আওতায় আনা সম্ভব হচ্ছে না।

সরেজমিন আরও দেখা গেছে, প্রায় প্রতিটি ট্রেনই সময় অনুযায়ী চলছিল। মোট ৭১টি ট্রেনের মধ্যে ৪৬টি আন্তঃনগর ট্রেন। ঈদ উপলক্ষ্যে কমলাপুর থেকে ৭১টি ট্রেন চলাচল করছে। ধূমকেতু ও সিল্কসিটি এক্সপ্রেস নামের দুটি ট্রেন ২৫ থেকে ৩৭ মিনিট বিলস্বে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে। এ প্রসঙ্গে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলছে, এ দুটি ট্রেনের ছাদেও যাত্রীরা উঠে পড়ে। পরে বহু চেষ্টার পর কিছুসংখ্যক যাত্রী ছাদ থেকে নামানো সম্ভব হলেও, বহু যাত্রী ছাদে চড়েই কমলাপুর ছেড়েছেন।

কমলাপুর রেলস্টশনের কর্মকর্তা (স্টেশন মাস্টার) আনোয়ার হোসেন জানান, স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকলেও দুর্ভোগ পোহাতে হয়নি। ৪৬টি আন্তঃনগর ট্রেনের মধ্যে ২টি ট্রেন সামান্য বিলম্বে ছেড়েছে, তাও ছাদ থেকে লোক নামাতে গিয়ে কিছুটা বিলম্বে ট্রেন দুটি ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION