গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব,
শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দগন গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবেব নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্ধকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় তারা নৈতিকতার বলে বলিয়ান ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের অগ্রযাত্রার ধারাকে আরো এগিয়ে নিতে বর্তমান কমিটির নেতৃবৃন্দের প্রতি দৃঢ় পদক্ষেপে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান। তারা আশাবাদ ব্যাক্ত করেন, অসৎ সাংবাদিকতা ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নামধারী সাংবাদিকদের সকল অপতৎপরতার বিরুদ্ধে ঐতিহ্যবাহী পৌরনদী প্রেসক্লাব অতিতে যেভাবে লড়াই করে সামনের দিকে এগিয়ে চলেছে, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গৌরনদী প্রেসক্লাবের অগ্রযাত্রার সে ঐতিহ্যের ধারা অব্যাহত থাকবে।
গৌরনদীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ”শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনির হোসেন আকনের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্ধগন গতকাল বেলা সাড়ে ১১টায় ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে হাজির হন গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে। এরপর তারা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব ও নবনির্বাচিত সাধারন সম্পাদক এম আলমসহ কমিটির নেতৃবৃন্ধের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করিয়ে তাদেরকে বরন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ আলী হোসেন শরীফ, সদস্য রিপন জয়ধর, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এইচ,এম নাসির উদ্দিন, প্রেসক্লাবের নবনির্বাচিত সহসভাপতি এস,এম জুলফিকার, নবনির্বাচিত সহ সাধারন সম্পাদক উত্তম দাস, নবনির্বাচিত কোষাধ্যক্ষ আমিন মোল্লা, নবনির্বাচিত দপ্তর সম্পাদক আমিনা আকতার সোমা প্রমুখ।
Leave a Reply