রূপগঞ্জে ৬০০ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোর্টের মাধ্যমে ৬০০ শত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেন তিতাস কতৃপক্ষ।
১০ ফ্রেবুয়ারি সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত গোলাকান্দাইল, রুপসী ৩ টি স্পটে ৪ কিলোমিটারে ৬০০ শত বাড়ির ১৫ ০০ শত চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট: জনাব ফজলে ওয়াহিদ, ও তিতাস কতৃপক্ষরা ও বিপুল সংখ্যক পুলিশ কমকর্তারা।
ডায়া বিশিষ্ট ০১ টি , ২” ডায়া বিশিষ্ট ০১ টি এবং ৩/৪” বিশিষ্ট ০১ টি এবং ০১ টি ৭৮৬ মেগা বুস্টার নামক কয়েল ফ্যাক্টরির লোড -ড্রায়ার ২টি= ১০০*২= ২০০ ঘনফুট/ঘন্টা) গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উচ্ছেদকৃত পাইপ: ৩”প্রায় ৩০ ফুট ও ২” প্রায় ৭০ ফুট,১” ১০ ফিট , প্লাস্টিক পাইপ এবং ২ টি কম্প্রেসর মেশিন।
ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ৭৮৬ মেগা বুস্টার নামক কয়েল ফ্যাক্টরিকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ক্যাপিং করা হয়।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান আছে যেখানে অবৈধ গ্যাস সংযোগের তথ্য পাওয়া সেখানেই সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
Leave a Reply