ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার যখন পুরো দেশকে শাটডাউন ঘোষণা করে, তখন প্রবাসীরা ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন জানিয়ে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি পালন করেছেন। তারা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের মাটিতে আন্দোলন করেছেন এবং খুনি হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
রোববার রাজধানীর বাংলামটরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৩০টি দেশের ৭৫ জনকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সারজিস আলম আরও বলেন, প্রবাসীরা অর্থনীতির স্টেকহোল্ডার। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতিকে সচল রাখে। তাদের যখন আমরা প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। তখন তাদের সঙ্গে অন্যায় করা হবে। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই তাদের অশংগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রবাসীদের প্রাপ্য সম্মান দিতে হবে। এয়ারপোর্ট, পাসপোর্ট ও ভিসা অফিস এবং এম্বাসিসহ সব জায়গায় তাদের যতটুকু সম্মান তা নিশ্চিত করতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
Leave a Reply