পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে নয়াপুর মহাশ্মশান জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন পানাম গ্রুপের প্রধান উপদেষ্টা সি আই পি বাবু অমল পোদ্দার।
৩১ জানুয়ারি শুক্রবার সকালে পুঁজা অর্চনার মধ্য দিয়ে ও দুপুরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এলাকাবাসীদের সাথে নিয়ে শুভ উদ্বোধন করেন।
এ আরো উপস্থিত ছিলেন, প্রদীপ পোদ্দার, বাদল পোদ্দার, বিমল পোদ্দার, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, পানাম ফিনান্স গ্রুপের জি এম অলক কুমার, ডি জি এম সুকুমার, ডি জি এম হামিদ সাহেব, সোনারগাঁ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভৌমিক, প্রফেসর নকুল কুমার, সুদশন, নিহারঞ্জন চন্দ্র ভৌমিক প্রমুখ।
এ সময় সি আই পি বাবু অমল পোদ্দার বলেন, জাতি ধর্ম বণ ভেদাভেদ ভুলে আমরা সবাই মানুষ নয়াপুর মহাশ্মশানের আজ শুভ উদ্বোধনের মাধ্যমে এর কাযক্রম চলবে যতটুকু সম্ভব সব সমাজের উন্নয়ন মুলক কাজে নিজেকে বিলিয়ে দেই। সবাই আমার মা বাবার ও বোনদের জন্য আশীর্বাদ করবেন তারা যেন স্বর্গবাসী হন। সব ধর্মের লোকের পাশে থেকে যেন তাদের জন্য সব সময় সেবামূলক কাজগুলো করে যেতে পারি। এবং সাদিপুর উচ্চ বিদ্যালরে একটি ভর্বন নির্মান করে দেই সেখানে সকল শির্ক্ষাথীরা লেখাপড়া করে যাচ্ছেন সুন্দর ভাবে। পরে তিনি হরহরদী মহাশ্মশান করে দেওয়ার ও ঘোষনা দেন ও সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।
Leave a Reply