বাংলাদেশ খবর ডেস্ক,
সম্প্রতি খবর প্রকাশ হয়েছে যে, ব্রিটেনের নাগরিকত্ব ছেড়ে ফ্রান্স স্থায়ী হতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা। তিনি এরই মধ্যে ফ্রান্সের নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাবা এমন সিদ্ধান্ত কেন নিচ্ছেন? জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছে ব্রিটেন, এই বিষয়টি মানতে পারছেন না বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন। তিনি ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনে থাকার পক্ষে ছিলেন। ৩১ ডিসেম্বর শেষ হতেই ইইউর সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়েছে ব্রিটেনে। এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় ব্রিটেন। তাদের কোনো আইনও ব্রিটেনে কার্যকর হবে না।
ব্রিটিশ জনতার ‘চাকরি’ ও অর্থনীতি ‘স্বাধীন’ হলেও ২৭টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং ব্রিটেনের নাগরিকদের মধ্যে মুক্ত যাতায়াত এ বার থেকে অতীত। ব্রিটেন থেকে আয়ারল্যান্ড ছাড়া বাকি দেশগুলিতে সফরের ক্ষেত্রে বদল ঘটল পাসপোর্ট এবং অভিবাসন নীতিরও। একইভাবে ব্রিটিশ নাগরিকদের অন্য ইউরোপীয় দেশে থাকার সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে। তাছাড়া, বেশ কয়েক দশক পরে শুল্ক নজরদারিও ফিরতে চলেছে ব্রিটেনের সীমান্তে। এসব কারণেই রীতিমতো ক্ষুব্ধ স্ট্যানলি জনসন। ২০১৬ সালে ব্রিটিশ জনতার মত নিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। সেই গণভোটে ছেলের অবস্থানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষেই মত দিয়েছিলেন স্ট্যানলি। তার কথায়, ‘নাগরিকত্ব চেয়েছি মানে আমি ফরাসি হয়ে যাচ্ছি তেমনটা নয়। আমার মা ফ্রান্সের। ফলে আমি ফরাসি। আপনি কোনো ইংরেজকে বলতে পারেন না যে, তিনি ইউরোপীয় নন। আমি সবসময় ইউরোপীয় থাকব। একটি বাজার বা ইউনিয়ন থেকেও ইউরোপ অনেক বেশি কিছু।’
Leave a Reply