পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে মরহুম আবু সিদ্দিক মোল্লা স্মৃতি নাইট ডিকবার টুনামেন্ট খেলায় ৩- ৪ গােলে বিজয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছে সামির হোসেন এর টিম পাকুন্ডা নকশিবাংলা স্পোটিং ক্লাব।
রবিবার সন্ধার পর আমবাগ মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অংশগ্রহন করেন, পাকুন্ডা নকশিবাংলা স্পোটিং ক্লাব ও বলায়া স্পোটিং ক্লাব নিদিষ্ট সময়ে মধ্যে কোনো গোল করতে না পরলে টাইব্রেকারে পাকুন্ডা স্পোটিং ক্লাব ৩- ৪ গোলে বিজয়ী হন।
এ সময় বিজয়ী দল পাকুন্ডা স্পোটিং ক্লাব এর টিম ম্যানেজার সামির হোসেন বলেন, খেলাধুলা মানুষের মনের আনন্দ যোগায় মাদক ছাড় খেলা ধর পাকুন্ডা স্পোটিং ক্লাব প্রতিটি খেলা অনেক সুন্দর ভাবে খেলে আসছে আমরা আশাবাদী ফাইনালে পৌঁছে বিজয়ী হয়ে এলাকার সুনাম বয়ে আনব।
Leave a Reply