গাজীপুর এস.এম দুর্জয়,
মাদকে না বলি,খেলাধুলাকে হ্যা বলি স্লোগানকে সামনে রেখে।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে বিজয়ের মাসে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।(১৮ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩টায় বেনীচক বাজার সংলগ্ন বড়ই বাগান মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মানবাধিকার কমিশন গোমস্তাপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ বদিউল ইসলাম বারজু’র সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,মোসাঃ মাহফুজা খাতুন।উদ্বোধক হিসেবে ছিলেন জনাব মোঃ আনসারুল হক সাবেক চেয়ারম্যান, চৌডালা ইউনিয়ন পরিষদ ও সভাপতি চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এরফান আলী বিশ্বাস,গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ শরিফুল ইসলাম,মোঃ নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসয়ী ও সমাজসেবক।আরো উপস্থিত ছিলেন,চৌডালা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,মোঃ নেফাউর রহমান,মোমিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মোঃ উমর আলী,রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক জিএস,মোঃ মনিমুল ইসলাম,গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি,মোঃ কাউসার আহমেদ,গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুঃ মুক্তাদির বিশ্বাস, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ মশিউর রহমান জিসান সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
Sarwar Physics Home এর আয়োজনে এবং ইত্যাদি ফ্যাশন হাউস ও ঢাকা ফ্যাশনের সার্বিক সহোযোগিতায় এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বেনীচক একাদশ বনাম এস.এস.সি ২০০৬ ব্যাচের দল।উক্ত খেলায় বেনীচক একাদশ বিজয় লাভ করেন।পরে বিজয়ী বেনীচক একাদশ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোসাঃ মাহফুজা খাতুন।পুরুস্কার বিতরণ শেষে তিনি বলেন, খেলাধুলা হলো একটি বিনোদনের অংশ।বিনোদন মানুষকে মাদক,সহিংসতা ও সকল প্রকার অনৈতিক কাজ থেকে বিরত রাখে।সুস্থ সমাজ গঠনে সবাইকে খেলাধুলা সহ উন্নয়ন মুলুক কাজ করার উৎসাহ দেন।তিনি আরো বলেন দেশে মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।তাই তিনি সকলকেই মাস্ক ব্যবহার করতে আহ্বান জানান।
Leave a Reply