বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত মামলায় সাক্ষ্যী দেওয়ায় রবিবার দুপুর ২ টা ৩০ মিঃ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে সাক্ষীর উপর হামলা চালানো হয়েছে। এতে ২ নারীসহ ৩ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আঃ কুদ্দুস মৃধা (৫৫), সুফিয়া বেগম (৭৮), মাহিনুর আক্তার (৪০) আহত হন ।
তাদের মধ্যে আব্দুল কুদ্দুস মৃধা গুরুতর আহত হওয়ায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সুফিয়া বেগম ও মাহিনুর আক্তার কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপস্থিত এলাকাবাসী জানান, জিনিয়া গ্রামে মৃত্যু শহিদুল ইসলামের স্ত্রীর সাথে লিটন মৃধার জমিজমা সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ নং গাড়ি ইউনিয়ন ভুমি কর্মকর্তা সরজমিনের তদন্ত আসলে স্থানীয় সাধারণ মানুষের সাক্ষী হিসেবে সাক্ষ্যী আঃ কুদ্দুস মৃধা সাক্ষ্যী প্রদান করায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদুল ইসলাম (লিটন) আঃ কুদ্দুস মৃধাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আমরা উপস্থিত স্থানীয়রা লিটন মৃধাকে ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরে ফেলি এবং বাকেরগঞ্জ থানায় ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেই। ভুক্তভোগী মাহিনুর আক্তার জানান সন্ত্রাসী লিটন দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। ঘটনার দিন আমার বাড়িতে গিয়ে তদন্তকারী কর্মকর্তার সামনে সাক্ষীদের উপর অতর্কিত হামলা চালায়।
এতে আঃ কুদ্দুস মৃধা সহ বাড়িতে থাকা ৫/৭ জনকে গুরুতর আহত করে। শুধু তাই নয় সে আমাকে ঘর সরিয়ে জমি ছেড়ে না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ও আমাকেও হত্যা করবে বলে হুমকি দেয়।এবিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে অভিযুক্ত লিটন মৃধাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply