মোঃ কামাল হোসেন, অভয়নগর : উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে জনপ্রতিনিধিদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক উদ্যোগের আয়োজনে যশোর জয়তী সোসাইটির মিলনায়তনে বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউকে বাদ দিয়ে নয় খুলনা বিভাগীয় জোটের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ রফিকুল হাসান।
এসময় বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমন মিলন, কেশবপুর বিদ্যানন্দকাটী ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন,ঝিকরগাছা উপজেলার ল²ণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা খাতুন,হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নাগরিক উদ্যেগের প্রকল্প প্রধান ইসমাইল হোসেন, খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক চন্দ্র দাস, যশোরের এনজিও এর সমন্বয়ক শাজাহান নান্নু প্রমুখ।
Leave a Reply