কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষনা না হলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। অধিকাংশ সম্ভাব্য প্রার্থী দলীয় সমর্থন আদায়ের জন্য তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দারস্থ হচ্ছেন। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে গ্রাম-গঞ্জে আলোচনার ঝড় উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার কেন্দ্রীয় নেতাদের সমর্থন পেতে লবিং-তব্দির শুরু করেছেন।
দীর্ঘদিন থেকে তার সঙ্গে উপজেলা আওয়ামীলীগের দুরত্ব চলছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূল থেকে তাকে সমর্থন দেয়ার সম্ভাবনা নেই বলে দাবী করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিচুর রহমান।
এছাড়া উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদ ও পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুক, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মশিউর রহমান লাভলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মো. আলাউদ্দিন, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা এবং বাউফল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান।
Leave a Reply