সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটে কাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় কৃষি ট্রেনিং সেন্টার চত্ত¡রে এদিন ওই প্রকল্পের ১০টি সেচ যন্ত্র, ৫টি পাউডার স্প্রেয়ার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
একই সময়ে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূলে সরিষা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়। এছাড়া এদিন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কাসাভার বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে এসব কৃষকের হাতে কৃষি যন্ত্র সহ কৃষি উপকরণ তুলে দেন।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল্লা আল মামুন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন। এসময় বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
Leave a Reply