কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পৃথেক পৃথেক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার উপজেলার ২নং কালিশুরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিজ বাসা থেকে আসাদুল হাওলাদার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় তার কাছে থাকা ৭০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসাদুল ওই এলাকার মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। একই দিন ৪নং সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রাম থেকে এনামুল হক মীর (১৯) নামের অপর এক মাদক ব্যবসায়ীকে ১৯ পিস ইয়াবা সহ আটক করে পুলিশ। এনামুল ওই গ্রামের জাহাঙ্গীর মীরের ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply