মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে এক বৃদ্ধা নারীর সরকারী বয়স্ক ভাতার টাকা কৌশলে লুটে নিলেন মহিলা ইউপি সদস্য।
অনুসন্ধানে জানা গেছে, অভয়নগর উপজেলার ২ নং সুন্দলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত- হরিপদ বিশ্বাসের স্ত্রী সারতী বৈরাগী(৭৩) এর সংসারে অভাব অনটনসহ অসুস্থতার ঔষধ জোগাড় হয়না।
ফলে তিনি স্থানীয় সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য অঞ্জনা রাণী মন্ডলের দারস্থ হন। সবকিছু দেখে ওই ইউপি সদস্য বয়স্ক ভাতার কার্ড করার জন্য ২ হাজার টাকা লাগবে বলে জানান।
ফলে অসহায় বয়স্কা নারী অতি কষ্টে ১৮০০ টাকা গুছিয়ে ওই ধুরন্ধর ইউপি সদস্যের হাতে দেয়। যথাযথভাবে সরকারি নিয়ম মেনে বৃদ্ধা নারীর বয়স্ক ভাতার কার্ড ইস্যু হয় যার কার্ড নং ১৯, এ্যাকাউন্ট নং ১০৮৩৪৪১৩৫৩১৬৪।
অত্র বয়স্ক ভাতার টাকা ভুক্তভোগীকে গত ১৮ জানুয়ারি এশিয়া ব্যাংক ৭৮৫০/- টাকা প্রদান করে। ভুক্তভোগীর হাত থেকে সব টাকা কেড়ে নিয়ে ২ হাজার টাকা ওই বয়স্ক বৃদ্ধা নারীর হাতে দিয়ে ইউপি সদস্য অঞ্জনা চম্পট দেয়।
যাওয়ার সময় ভুক্তভোগী নারীকে ভয় দেখিয়ে যায়, এ বিষয়ে কাউকে কিছু জানালে কার্ড বাতিলসহ বিভিন্ন বিপদে ফেলা হবে। প্রতারক মহিলা ইউপি সদস্য আড়পাড়া গ্রামের পিনাক্ষী মন্ডলের স্ত্রী।
অভয়নগর উপজেলার ২ নং সুন্দলী ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ইউপি সদস্য অঞ্জনা রাণী মন্ডল ওই বয়স্ক নারীর ভাতার টাকা আত্মসাতের কথা স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে, এরকম আর হবেনা, আমি ওই নারীর সব টাকা এখন ফেরত দিয়ে আসতেছি।
অনুসন্ধানে আরো জানা গেছে, ওই ইউপি সদস্য আরো অনেকের সাথে কার্ড করে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন।
এবিষয়ে ২ নং সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, টাকা আত্মসাতের ঘটনা মিথ্যা, এগুলো বাদ দেন, আমি শুনে সকালে ডেকে নিয়ে আসছিলাম, ওই বয়স্ক মহিলা পাগল, এবিষয়ে কিছু করার দরকার নেই।
Leave a Reply