অরুণ রাহা, রাজবাড়ীঃ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। এ সময় ফেরিতে ৫টি খোলা ট্রাক ২টি কাভার্ড ভ্যান ছিলো।
বুধবার (১৭ জানুয়ারি) রাত ১২ টার দিকে ফেরিটি দৌলতদিয় ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকালের দিকে ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে ফেরিটি নোঙ্গর করে রাখে।
সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি তলা ফেটে আস্তে আস্তে পানি উঠতে শুরু করে এক পর্যায়ে ফেরিটি কাত হয়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত আনুমানিক ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ফেরিটি সেকেন্ড মাস্টার হুমায়ুন কবিরকে খুঁজে পাওয়া যায়নি। ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ হামজা এসেছে তবে ফেরির ওজনের চেয়ে হামযার ধারণ ক্ষমতা কম হওয়ার কারণে ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ফেরিতে যে সকল ট্রাক ছিল হামজা দিয়ে উদ্ধার করা হচ্ছে। এখন পর্যন্ত দুইটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছে। ফেরিটি উদ্ধার করার জন্য প্রত্যয় নামের বড় একটি উদ্ধারকারী জাহাজ আগামীকাল সকালে আসবে বলে জানিয়েছেন, বিআইডব্লিউটিএ এর ব্যবস্থাপক সাহা নেওয়াজ। সকালে উদ্ধারকারী জাহাজটা আসার সাথে সাথেই উদ্ধার কাজ চালু
Leave a Reply