শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঝেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশার চাদরে ঢেকে গেছে বিস্তির্ন ফসলের মাঠ, রাস্তাঘাট সহ চার দিক। শীতের প্রকোপে যুবুথুবু প্রাণীকুল।
দুপুর গড়িয়ে বিকাল হলে দেখা মেলে নিরুত্বাপ সূর্য্যি মামার। সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এতে বেকায়দায় পড়েছে খেঁটে খাওয়া শ্রম জীবিরা। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছে শীতার্ত মানুষেরা। হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রুগীর সংখ্যা।
এ তালিকায় শীশু ও বৃদ্ধই বেশী বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ইব্রাহিম মোল্যা। মাঘের শুরুতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে অত্র জনপদ জুড়ে। বাজারে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। কোথাও কোথাও চলছে অপ্রতুল্য শীত বস্ত্র বিতরণ। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় এ চিত্র। অত্র জনপদে এখন চলছে বোরো আবাদের মৌসুম। শীতের তীব্রতায় কর্ম চঞ্চল জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
মাঠে কর্মব্যাস্ত অসংখ্য কৃষক জানান- বিগত বিশ বছরে এমন শীত দেখিনাই আমরা, শীতের কাপুনিতে জমিতে ভালোভাবে কাজ করতে পারছি না। এমন পরিস্থিতিতে গরিব অসহায়দের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।
Leave a Reply