মোঃ সবুজ মিয়া, বগুড়া : বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ২ (দুই) কেজি গাঁজাসহ দুই বোনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ঝিলিমবাজার কলেজপাড়া এলাকার মোঃ আব্দুল করিমের মেয়ে মোছাঃ জেসমিন আক্তার (২৮) ও মৃত হযরত আলীর মেয়ে মোছাঃ আদরী বেগম (৪০)।
জেসমিন ও আদরীর বাবা ভিন্ন হলেও তারা দু’জনই মোছাঃ রকিয়া বেগমের মেয়ে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত পৌণে ৩টার দিকে বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এসময় জেসমিন ও আদরীর ভ্যানিটি ব্যাগ থেকে ২ (দুই) কেজি গাঁজা পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply