পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নে ললাটি পুব পশ্চিমপাড়া ও বড়িবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫০০শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষ।
সোমবার নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন ও উপ মহা ব্যাবস্হাপক প্রকৌশলী সুরুজ আলম এর নেতৃত্ব সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ললাটি পুব পশ্চিমপাড়া ও বড়িবাড়ি ১৫০০শ অবৈধ গ্যাস সংযোগ ও ৫ কিলোমিটার লাইন বিচ্ছিন্ন করেন প্রায় ৮০০ ফুট পাইপ জব্দ করেন ও বিপুল সংকট রেগুলোটের জব্দ করেন।
এ সময় উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, ব্যাবস্হাপক এরশাদ মাহমুদ, উপ ব্যাবস্হাপক প্রকৌশলী মোঃ রিয়াজুর ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সোহেল রানা, শাহিনুর জাহান, সুজিল মিয়াসহ বিপুল সংখ্যক প্রশাসন উপস্থিত ছিলেন।
Leave a Reply