গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে গরীব, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে ৪০০ পিছ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নূর মোহাম্মদ দুলু, কার্যনির্বাহী কমিটির সদস্য আকবর আলী মোল্লা, ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান জুবায়ের খান সহ গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত আজীবন সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও যুব স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply