মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার তুষভান্ডা ইউনিয়নের সুন্দ্রাহবি এলাকায় ১৫০ বিঘা জমিতে বোরো সমলয় কার্যক্রমের রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে হাইব্রিড নাফকো ২ জাতের ধানের চারা রোপনের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, সহকারী কমিশনার(ভূমি) ইসাত জাহান ছনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদ খাতুন, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নর ইসলাম আহমেদ, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়,কৃষি সম্পশারন অফিসার মোজাক্কের নোমান, অফিস সহকারী আলতাফ হোসেন, ও প্রান্তিক কৃষকসহ আরো অনেক।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, এ অঞ্চলের মাটি ও আবহায়া ধান চাষের জন্য উপযোগী হওয়ায় জমিতে বোরো কার্যক্রমের রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে হাইব্রিড ধানের চারা রোপনের ঝুঁকছেন কৃষকরা। আমরা চলতি মৌসুমে প্রণোদনার আওতায় তাই কৃষককে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করেছি। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে ধান চাষে তাদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।
Leave a Reply