স্টাফ রিপোর্টার : টানা চতুর্থবার সর্বমোট পাঁচবার দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি বিশ্ব মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। সব জায়গায় লেগেছে পরিস্কার পরিচ্ছন্নতার ছোয়া।
পুরোদমে চলছে সাজসজ্জা ও মঞ্চ তৈরির কাজ। রঙিন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট সহ চারপাশ। নেতাকর্মীদের পদচারণায় মুখরিত সভাস্থল সহ চারদিক। আনাগোনা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
আগামী রবিবার বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও দিক নির্দেশনামুলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নিজেদের ভোটে নির্বাচিত অভিভাবক প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে অধিক আগ্রহে প্রহর গুনছেন অত্র জনপদের ভোটার বৃন্দ।
এর আগে গত ৩০ ডিসেম্বর কোটালীপাড়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছিলেন তিনি। গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ১১ জানুয়ারী গঠিত মন্ত্রী সভায় ৫ম বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন স্মার্ট বাংলাদেশের এই রূপকার। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই জননেন্ত্রী ছুটে আসছেন তার আপন ঠিকানায় নেতাকর্মী, ভোটার সহ প্রাণপ্রিয় জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করে ভালোবাসায় সিক্ত হতে। এমনটাই জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply