বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুযড়িয়া ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ট্রাক মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ সাত্তার খান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান), উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম (নান্না),উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, সাইদুর রহমান (বাদল) সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য নেয়ামত আবদুল্লা (পলাশ), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ হানিফ সিকদার ১০ নং গারুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (নান্টু), উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মিরাজ শিকদার,১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ সিকদারসহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ‘আমরা নৌকার বিপক্ষে নই। তবে এবার আমরা নৌকার যে মাঝি পেয়েছি তিনি হলেন অদক্ষ মাঝি, তার নৌকায় উঠে আমরা মাছ ধরিয়ায় ঢুবতে রাজি না। কারণ, এখানে যিনি নৌকার প্রার্থী, তিনি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কে চিনেন না এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার কোন সম্পর্ক নেই তিনি নির্বাচন আসলে এলাকায় আসেন নির্বাচন গেলে কোথায় যান তার খবর থাকে না আমরা অতিথি পাখিকে নৌকার মাঝে হিসেবে চাই না। এবং তার সাথে যারা যাত্রী হয়েছে তারা এই উপজেলারই চিহ্নিত অপরাধী। তাই আমরা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত থাকতে চাই।’
তাই আমরা বাকেরগঞ্জে আওয়ামী লীগ রক্ষা কমিটি করেছি সেই রক্ষা কমিটিতে আমরা বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশোনা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক মার্কার সমর্থনে কাজ করছি।
আমরা বাকেরগঞ্জ তৃণমূল আওয়ামীলীগের সকল নেতাকর্মী ট্রাক মার্কার সাথে কাজ করছি আপনারাও সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ৭ জানুয়ারি কেন্দ্রে যাবেন এবং ট্রাক মার্কায় ভোট দিয়ে বাকেরগঞ্জের মাটি ও মানুষের নেতা গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু শামসুল আলম চুন্নু কে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।
সাধারণ মানুষের মনে ভোটের আমেজে উৎসবমুখর পরিবেশে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।এ সময় হাজারো নারী-পুরুষের উপস্থিতিত ছিলেন।
Leave a Reply