সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার সংসদ সদস্য পদপ্রার্থী শেখ হেলাল উদ্দীনের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কোমড়া গ্রামে আকরাম মোল্লার উঠানে উঠার বৈঠাক অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র কমিটির আহবায়ক আসপিয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ।
কেন্দ্র কমিটির সদস্য সচিব মোঃ সেলিম শেখ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি এম,ডি সেলিম রেজা, ইউনিয়ন ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, কৃষকলীগ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,তাসলিমা লতাসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভপতি/সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত প্রমূখ। সভা শেষে ভোটারদের মাঝে নৌকা মার্কার লিফলেট বিতরন করা হয়।
Leave a Reply