কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় ঈগল প্রতীকের প্রার্থী মোঃ মাহবুবুর রহমানের শোডাউনে অংশ না নেয়ায় কলেজ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ঈগল মার্কার কর্মীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বর্তমানে এই শিক্ষার্থীর পরিবার দিন পার করছে ভয় আর আতঙ্কের মধ্যদিয়ে।
একমাত্র পুত্র সন্তানকে ফের নির্যাতন চালাতে পারে এমন ভয় নিয়ে পুলিশের দ্বারস্থ পর্যন্ত হয়নি ভুক্তভোগী পরিবারটি।
নির্যাতনের শিকার হওয়া কলেজ ছাত্র মো. সাগর কবিরাজ উপজেলার বালীয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের সোহেল কবিরাজের পুত্র এবং সরকারী মোজাহার উদ্দিন অনার্স কলেজের একদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা না থাকলে স্থানীয় ফুটবল লীগে খেলার সময় পটুয়াখালী ০৪ আসনের বর্তমান এমপি মহিব্বুর রহমানের সহধর্মীনির সাথে স্মার্টফোনে ছবি তুলে ফেসবুকে ছাড়তেই কাল হয়ে দাড়াঁয় এই তরুণের।
কান্নাজড়িত কন্ঠে সাগরের মা নুরুন্নাহার বেগম জানান, এবার জাতীয় নির্বাচনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থীর দোয়া মিলাদের দুদিন পর তাদের শোডাউনে যাওয়ার জন্য বেশ কয়েকবার তার ছেলেকে ফোন দেয় স্থানীয় সন্ত্রাসী আতাউল এবং মনির। কিন্তু আমার ছেলে সেখানে না গিয়ে সাগরপাড়ে তার বাবার জেলে কাজে সহযোগীতার জন্য যায়। এতে ক্ষিপ্ত হয়ে ক্রিটেট ব্যাট এবং স্ট্যাম্প দিয়ে সাগরকে নির্যাতন করে আতাউল এবং মনির। নুরুন্নাহার আরও বলেন, আমার ছেলেকে নির্যাতনে অসুস্থ হয়ে পড়লেও কাউকে কিছু বলেনি ভয়ে। পরে তুলাতলীর এক দোকান্দার ফোন করে জানায় সাগরকে নির্যাতন করা হয়েছে।
সাগরের মামা দেলোয়ার খান জানান, আমরা জানতে পারছি যে বর্তমান নৌকার প্রার্থীর বউয়ের সাথে তোলা একটা ছবি সাগর নাকি ফেসবুকে ছাড়ছিল। এরপর ঈগল মার্কার লোকজন তাদের সাথে যাইতে বলছে যায় নাই। এই অপরাধে আমার ভাগনেকে এমন অত্যাচার করা হয়েছে। তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা চেয়ারম্যানের কাছে গেছিলাম। কিন্তু সে বিচার করবে বলছে করে নাই।
এ বিষয়ে বালীয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির জানান, এ বিষয়টি আমার জানা নেই। একজন না গেলে তাকে জোর করে নেয়ার কিছু নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, এমন ঘটনার খবর আমার কাছে নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply