মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক বরাদ্দের পরপরই সংসদীয় লালমনিরহাট-২ আসনে নৌকার বিপরীতে জনপ্রিয়তা অর্জন করছেন ঈগল প্রতীক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাধারণ মানুষ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম এর ঈগল প্রতীকের সাথে একাত্বতা পোষণ করে রাত-দিন আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল শ্রেণীর পেশাজীবি মানুষের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এদিকে লালমনিরহাট-২ আসনের ঈগল প্রতীক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ সাধারণ জনগণ নৌকার বিপরীতে ঈগলকে জয় করতে রাত দিন পাড়া-মহল্লায় কাজ করে যাচ্ছেন।
এদিকে শনিবার(২৩ডিসেম্বর) লালমনিরহাট-২আসনের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈগল প্রতীকের পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন-লালমনিরহাট-২আসনের ঈগল প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম, লালমনিরহাট জেলার সহ-সভাপতি কালীগঞ্জ উপজেলার দুই বারের সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে লালমনিরহাট জেলার সহসভাপতি কালীগঞ্জ উপজেলার দুই বারের সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, আগামী ৭জানুয়ারী আপনারা ভোট কেন্দ্রে নির্ভয়ে ভোট দিতে যাবেন। আপনাদের নিরাপত্তা সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দিবে। জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ঈগল প্রতীকের জয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।
Leave a Reply