স্টাফ রির্পোটার : “২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি উন্নত দেশে পরিনত হবে, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবেই দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন”।
শুক্রবার বেলা ১১টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুম লাল শাপলায় উপজেলা প্রশাসন আয়োজিত, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংকিং-ডিই কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় প্রকল্প অবহিত করণ ও সমিতি গঠন সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন- প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার।
এ সময় তিনি, ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হার্ট ছিদ্র সহ বিভিন্ন রোগিদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সহায়তার চেক, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী এবং প্রান্তিক চাষিদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কৃষিবীদ বাদল চন্দ্র সাহা, ডিজি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী, ঢাকা।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা।
এ সময় বক্তব্য রাখেন- ডঃ বিজয় কৃষ্ণ বিশ্বাস, পিডি পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংকিং ডিই কৃষি উন্নয়ন প্রকল্প, আব্দুল কাদের সরদার, ডিডি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, হাবিবুর রহমান মুকুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিডি কৃষি যান্ত্রীকি করণ প্রকল্প তারিক মাহমুদ, আলতাফুন নাহার সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী সুবিধাভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply