স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম নজির হোসেনের ছেলে শাহ আলম এর পরিবারের উপর হামলা চালিয়ে মারপিট ও গৃহবধুর শ্লীলতাহানীর চেষ্টা চালিয়েছে প্রতিবেশী আক্কাস শিকদার নামক এক সন্ত্রাসী।
গত মঙ্গলবার দুপুরে এ ঘটানা ঘটে।
হামলাকারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিমপাড় গ্রামের অধিবাসী ও ঘাঘর বাজার জনতা হোটেলের মালিক।
জানা যায়, ভুক্তভোগী শাহ আলম ও প্রতিবেশী আকবর হাজরার জায়গা জোর পূর্বক দখল করে পাকা ঘর নির্মান করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে সাবরিনা আক্তার ঝর্ণা ও আক্কাস শিকদার দম্পতী। এলাকার প্রভাব খাটিয়ে ভুক্তোভোগীদের অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দিয়ে আসছে একাধিক মামলার এই আসামী। ঘটনার সময় প্রতিবাদ করতে গেলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারপিট ও গৃহবধুর শ্লীলতাহানীর চেষ্টা চালায় আক্কাস।
ভুক্তিভোগী শাহ আলম সাংবাদিকদের বলেন- আমার জায়গা আক্কাস ঝর্ণা জোরপূর্বক দখল করে রেখেছে, প্রতিবাদ করতে গেলে হত্যার হুমকি দেয়, আজ আমার পরিবারের গায়ে হাত দিয়েছে, প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূল শাস্তির দাবী জানাই।
আক্কাস শিকদার বলেন- নব্বইয়ে অস্ত্র ছেড়েছি, আমরা খুনি মানুষ খুন করি। এ ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম শাহ আলম বাদী হয়ে দুই জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply