অরুন রাহা, রাজবাড়ী : পুলিশ জনতা ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এবং পুলিশ জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয় ।
পরে রাজবাড়ী পুলিশ লাইন ড্রিল সেডে কমিউনিটি পুলিশিং ডে – ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠান উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান এবং রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,রেজাউল করিম (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইখতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ, রাজবাড়ীর পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু,গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ অন্যান্য থানার ওসিগণ, এবং রাজবাড়ী জেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে কমিউনিটি পুলিশিং কর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালী শেষে পুলিশ লাইন্সের ড্রিল সেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়এ সময় পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, পুলিশ এবং সাধারণ জনগণের সম্পর্ক মানউন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক নানা অপরাধ মাদক, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাস দমন ও মহাসড়কে শৃঙ্খলা রক্ষা চুরি-ডাকাতি-ছিনতাই এবং চাঁদাবাজি রোধে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে আমাদের এই কমিউনিটি পুলিশিং ডের মাধ্যম দিয়ে বাংলাদেশ পুলিশ আরো এগিয়ে যাবে পুলিশ জনতা জনতায়ে পুলিশ।
তিনি আরো বলেন, অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেনো আইনের ঊর্ধ্বে কেউ নয়। সেই সাথে পুলিশ সুপার আবুল কালাম আজাদ আরো বলেন গত ২৮ অক্টোবর নির্মমভাবে আমাদের পুলিশ সদস্য পারভেজকে হত্যা করা হয়েছে। অতি দুঃখের সাথে শোক প্রকাশ করছি এবং নিহত পারভেজের জন্য দোয়া রইল তার পাঁচ বছরের বাচ্চার জন্য দোয়া চেয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply