1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলা কবিতা দিবস উপলক্ষে গাজীপুর সদরে বইমেলা - Bangladesh Khabor
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের হিন্দু সমাজ বিএনপির হাতে নিরাপদ: সালাহউদ্দিন তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে পুলিশ নিরপেক্ষতার প্রমাণ রাখবে: আইজিপি কোটালীপাড়ায় আমতলীতে এস এম জিলানীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে ভোট দিন : বিএনপি নেতা রেন্টু দুধ দিয়ে গোসল করে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান কোটালীপাড়ার বান্ধাবাড়ীতে বিএনপির নির্বাচনী জনসভা সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও চুনা কারখানা ধ্বংস একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান

বাংলা কবিতা দিবস উপলক্ষে গাজীপুর সদরে বইমেলা

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ জন পঠিত

এস.এম দুর্জয়, : গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরের কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গনে ৪ ঠা নভেম্বর ২০২৩,বাংলা কবিতা দিবস উপলক্ষে  দিনব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে।বিগত বছরের মতো এবারও জাঁকজমকভাবে আয়োজন হয় বইমেলা।

৯ম বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে বইমেলা ছাড়াও আয়োজন করা হয় স্বরচিত কবিতা পাঠ,আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার প্রদান, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের।

সকালে বইমেলা উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী কলেজের সভাপতি ও এবারের অনুষ্ঠান আয়োজক জনাব মো.আব্দুর রহমান।পায়রা উড়িয়ে বাংলা কবিতা দিবসের উদ্বোধন করেন কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের ছেলে শাহ সাদ্দাম কাদির ও ছোট ভাই শাহ নূর মাহমুদ।
বাংলা কবিতা দিবস উদ্বোধনের পর সদ্য প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর কবর জিয়ারত ও দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক জনাব মাওলানা কেফায়েত উল্লাহ। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব সিরাজুল হক।
কবি সাযযাদ কাদির, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কবি বকুল আশরাফ ও প্রিন্সপিাল ইকবাল সিদ্দিকীর মমতাময়ী মা ও কবি কুটুম মুহতারিমা এবং এই ভেন্যুতে বাংলা কবিতা দিবসের প্রথম অনুষ্ঠান আয়োজনের সক্রিয় সদস্য প্রয়াত শ্ৰী লক্ষণ চদ্র দেবনাথসহ কবিতা দিবসের সাথে সংশ্লিষ্ট ও সাহিত্য সংস্কৃতিমনা যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
কবি লুৎফর রহমান স্বদেশীর ‘বেদনায় নীল সাগর কাব্যের মোড়ক উন্মোচন করেন কবি বকুল আশরাফ, সিরাজুল হক ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সহধর্মিনী খালেদা সিদ্দিকী।
ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী লগ্ন রাণী সরকারের হাতে সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার তুলে দেন কবি সাযযাদ কাদিরের ছেলে শাহ সাদ্দাম হোসেন এবং কবি’র ছোট ভাই শাহ নূর আহমেদ।
ভাওয়াল বদরে সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকরের সঞ্চালনায় ‘মুক্ত নান্দনিকতা :সমকালীন দায়’ শীর্ষক শিরোনামে আলোচনা করেন গাজীপুর মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি বিশিষ্ট সংস্কৃতিজন জনাব লিয়াকত চৌধুরী,ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি কবি শাহান সাহাবুদ্দিন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ এবং কবি আবিদ আজম ও ইমরান মাহফুজ।
ঢাকাসহ সারাদেশ থেকে অর্ধশতাধিক কবির অংশগ্রহণে বাংলা কবিতা দিবসের এই আয়োজন এলাকার শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। দেশের ১৬টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ কবিরা নিজেদের প্রকাশিত নানান বই নিয়ে মোট ১৮ টি স্টল নিয়ে বইমেলায় অংশগ্রহণ করে।
স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি  করেছেন -কবি বকুল আশরাফ, লুৎফর রহমান স্বদেশী, জুঁই, ইভা, মিঠুন সিদ্দিকী, রাজিবুল আলম, সাদিয়ার রহমান, মারিয়া তোয়া, লুৎফর রহমান, নাসরীন বীণা, বকুল আশরাফ, মাশরুরা লাকী, আফরিন,জান্নাতুল ফেরদৌস, নুসাইবা, আনোয়ার হোসেন, জেরিন, ফরিদা পারভীন, নূরে আলম মারদিয়া ইসলাম, মারইয়া ইসলাম,নাইসুর রহমান, তহমিনা বেগম, আবু হানিফা, শিখন আহমেদ, গোলাপ আমিন, ইউসুফ রেজা, নিপা, পারভীন শাহানাজ, ইমরান মাহফুজ, নাহিদ যাযাবর, পথিক রানা, শাহান সাহাবুদ্দিন, দেলোয়ার সরকার,বাপ্পি সাহা, রাকিব মাহমুদ, হাসিদা মুন, আবিদ আজম, ইসরাত জাহান, রফিক ওসমান, মিজান আহসান, মুহিববিল্লাহ,মেজবাহ উদ্দিন, মাসুম হাসান নিপু।
উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক, কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির ২০০৪ সনে বাংলা কবিতা দিবসের প্রবর্তন করেন এবং ২০১৪ সাল থেকে গাজীপুর সদর উপজেলার নয়নপুরে নিয়মিত এই দিবসটি পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION