এমবি মাহবুবুর রহমান মুরাদ, টুঙ্গিপাড়া : সারাদেশে বিএনপির বিক্ষোভ, অগ্নি সংযোগ ও হরতাল ও অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।
রবিবার (২৯শে অক্টোবর) সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড আওয়ামীলীগের পুরাতন কার্যালয় থেকে একটি বিশেষ শান্তি মিছিল বের করে সেটি নতুন পৌর মার্কেট এর সামনে গিয়ে শেষ হয়।
পরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি তাদের পুরনো দিনের অভ্যাসে ফিরে গেছে । তারা দেশে আবারও জ্বালাও পোড়াও ভাংচুর হত্যা শুরু করেছে। আমরা টুঙ্গিপাড়া থেকে বিএনপি ও জামায়াতের এই অপরাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।
এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ,পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী গাজী নুরুল ইসলাম সহ আওয়ামীলীগের সকল সহযোগি অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply