অরুন রাহা, গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মাঠে কৃষি কর্মকর্তা কর্মচারীদের নজরদারি না থাকা ও কৃষকদের অসচেতনতার কারনে ব্রি ৪৯, ব্রি ৭৫ ও বিনা ১৭ জাতের ধান পাকার আগমুহূর্তে লক্ষীরগু ছত্রাক রোগে আক্রান্ত হওয়ায় চাষিদের সর্বনাশ হয়েছে।
উপজেলার দৌলতদিয়া, উজানচর, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক ও উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে এমন তথ্য পাওয়া যায়।
অনুসন্ধানে জানা যায়, গোয়ালন্দ উপজেলায় এ মৌসুমে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে ব্রি ৪৯, ব্রি ৭৫ ও বিনা ১৭ জাতের ধান আবাদ করা হয়েছে। এ রোগের কারনে ওই জাতের ধান চাষিরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, লক্ষীরগু রোগটি মূলত ধানের বীজ থেকেই হয়ে থাকে। যে ধান ক্ষেতে লক্ষীরগু রোগে আক্রান্ত হয় সেই ধান থেকে বীজ রেখে পরবর্তীতে ওই ধানের আবাদ করলে সেই ধান ক্ষেতেও এই লক্ষীরগু রোগে আক্রান্ত হবে। মাঠের মধ্যে কোন একটি ধান ক্ষেত যদি লক্ষীরগু রোগে আক্রমণ করে। তাহলে বাতাসের মাধ্যমে ওই মাঠের প্রত্যেকটা ধান ক্ষেতেই লক্ষীরগু রোগে আক্রান্ত হয়ে পড়বে। রোগ আক্রামণের শুরুতে পুষ্পমঞ্জরীতে ও পরে দানা আক্রান্ত হয়ে চিটা হয়ে যায়। ধানের প্রতিটি শীষের প্রতিটি দানায় ১ সেঃ মিঃ ব্যাসযুক্ত কালো, কমলা, ধুসর বর্নের মতো ডিম্বাকৃতি পিণ্ড দেখা যায়। ক্রমশ এগুলো হলুদ গুড়া কালো পাউডার গুড়া বর্ণ ধারণ করে। প্রত্যেক ধানের শীষে গুটা কয়েক ছত্রাক জীবাণু বল তৈরী করে। তবে ধান গাছের অন্যান্য অংশ আক্রান্ত হয় না। তবে ক্ষেতের সব ধান চিটা হয়ে যায়। ধানের বীজ থেকে এ রোগের উৎপত্তি হওয়ায় ওই রোগে আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করা যাবে না।
শনিবার চর বালিয়াকান্দি মাঠ পরিদর্শন কালে ওই মাঠের কৃষক সাজ্জাদুল আলম শামসু প্রামানিক, প্রফুল্ল কুমার বিশ্বাস, সুদেব বিশ্বাস, শরিফ শেখ, কদমতলি গ্রামের স্বপন শেখ, লিয়াকত আলী খান সহ একাধিক কৃষক তাদের লক্ষীরগু আক্রান্ত হওয়া ধানের জমি দেখিয়ে জানান, যখন ক্ষেতে ধানের শীষগুলো ঝেড়ে শীষ বের হলো তখন কোন সমস্যা ছিল না। চাউল হওয়ার আগমুহূর্তে যখন ধানে চাপ দিলে সাদা পানি বের হয় ঠিক তখনই এ রোগে আক্রমণ করেছে। দুইবার ধান খেতে ঔষধ ছিটিয়েছি তাতে কোন কাজ হয়নি। এ সময় ওই রোগে আক্রান্ত ধানের গাছ নড়াচড়া করলেই ওই ছত্রাক ধুলার মতো উড়তে দেখা যায়।
এ সময় স্বপন শেখ ও লিয়াকত আলী খান আক্ষেপ করে বলেন, কৃষি অফিসের লোকজন মাঠ ঘুরে দেখার কথা থাকলেও তারা কখনো আমাদের মাঠে আসে না। অফিসে গেলেও তারা তেমন গুরুত্ব দেয় না।
কৃষি কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা যায়, এই রোগটা ধানের বীজ থেকেই হয়ে থাকে। এই রোগটি বাতাসের মাধ্যমে ছড়িয়ে অন্য ক্ষেতেও হতে পারে। তাই এই ধান থেকে বীজ সংগ্রহ করা যাবে না। এই রোগটি সারা মাঠে প্রত্যেক ধানক্ষেতেই দেখা দিয়েছে।
কৃষক সাজ্জাদুল আলম সামসু প্রামাানিক বলেন, আমি এ বছরে আমার দেড় বিঘা জমিতে ব্রি ধান ৪৯ আবাদ করেছি। ধানের ফলনও অনেক ভালো হয়েছিলো। কিন্তুু হঠাৎ করে প্রতিটি ধানের শীষে লক্ষীরগু রোগটি দেখা দিয়েছে। প্রথমে কম দেখা গেছে এখন সারা খেতে প্রত্যেকটা শীষেই হয়ে গেছে। হাত দিয়ে ধানের শীষ ধরলে হলুদের মত উড়ে উড়ে চলে যাচ্ছে পাউডারের মত। এ বছরে আমার অনেক লোকসান হবে। সেলো মেশিন দিয়ে পানি দিয়েছি সেই মেশিনের তেলের দামও উঠবে না। এবছর চাউল কিনে খেতে হবে। এই রোগে আমার ধানক্ষেতের বড় ক্ষতি করে ফেলছে।
ধানে লক্ষীরগু রোগ ও কৃষকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, কৃষকদের অনেক অভিযোগ থাকতে পারে। ওগুলো সবই সত্য নয়। আসলে তাদের সচেতনতার অনেক অভাব রয়েছে। তারা সময় মতো কোন সমম্যা জানায় না। তাছাড়া সব মাঠে সব সময় নজরদারীও করা সম্ভব নয়।
তিনি আরো বলেন, গত কয়েক বছর ধরে ব্রি ৪৯, ব্রি ৭৫ সহ কিছু জাতের ধানে বেশী পরিমাণ লক্ষ্মীরগু রোগ দেখা দিয়েছে। এটি একটি বীজ বাহিত রোগ বা ছত্রাক বাহিত রোগ। এ বছরে কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে রিপোর্ট আসছে লক্ষীরগু রোগ সম্পর্কে। আমরা প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছি ইতিমধ্যেই। আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি। এই বীজগুলো থেকে বীজ সংগ্রহ না করে ওগুলো খেয়ে ফেলতে হবে। যে জমিতে ওই রোগ দেখা দিয়েছে সেখানে ওই জাতের ধান আবাদ করতে নিষেধ করেছি।
Leave a Reply