শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া- টুঙ্গীপাড়া সড়কের ছত্রকান্দা এলাকায় অবৈদ নছিমন মটরসাইকেল সংঘর্ষে,ব্রাক রাজৈর ব্রাঞ্চের ক্রেডিট অফিসার দুই সন্তানের জনক, মানষ গাইন (৪৮) নামক এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সে চিতলমারী উপজেলার বরবরিয়ার চর গ্রামের মনি মোহন গাইনের ছেলে। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ব্রাক কর্মকর্তা অফিস শেষে ভাগিনার সাথে নিজ মটরসাইকেল যোগে শশুর বাড়ি টুঙ্গীপাড়ার জেয়ারিয়ায় যাচ্ছিল। ঘটনা স্থলে এসে পৌছালে গাছ বোঝাই নছিমনের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে আহতকে চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন । এ ঘটনায় চালক ভাগিনার কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্য জিল্লুর রহমান বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply