অরুন রাহা, গোয়ালন্দ : রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিছ ইয়াবা ট্যাবলেট ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৫ অক্টোবর, ২০২৩ বুধবার দুপুর দেড়টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন বরকত সরদার পাড়া সাকিনস্থ কে.কে.এস সেভ হোম এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে গোয়ালন্দ টু ফরিদপুর গামী যাত্রীবাহী বাসে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী ১। মোঃ সুরুজ মিয়া সুরুজ বেপারী (৪০) পিতা- তোতা মিয়া তোতা বেপারী, মাতা- মৃত কমলা বেগম, সাং- রিয়াজ উদ্দিন মাতবর কান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুর, এ/পি- নবাবের বাগ, পোষ্ট- মিরপুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, থানা- শাহআলী, জেলা- ডিএমপি, ঢাকা ২। ইউসুফ বেপারী (২৮) পিতা- আবুল কালাম বেপারী, মাতা- জয়নুব বেগম, সাং- কৃষ্ণপুর, পোষ্ট- হাট কৃষ্ণপুর, থানা- সদরপুর, জেলা- ফরিদপুরদ্বয়কে (i) ৩,০০০ (তিন হাজার) টি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ৯,০০,০০০//- টাকা ও (ii) তিনটি মোবাইলসহ গ্রেফতার করেন।
তারা জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা থেকে কম দামে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্য ফরিদপুর নিয়ে যাচ্ছে মর্মে জানায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply