শামীম হাসান রিংকু, স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুব।
রবিবার (২১অক্টোবর) ২০২৩ সন্ধ্যায় পৌর সদরের কেন্দ্রীয় সার্বজনীনন দুর্গা মন্দিরসহ বিভিন্ন দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তাছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের খোজ খবর নেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজি টুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার পুলিশ সদস্য, মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্যামল কান্তি বোস,সাধারণ সম্পাদক উত্তম কুমার, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্ডপের,উত্তম কুমার দাস, অখিল কুমার সাহা, গৌরাঙ্গ ঘোষ,সুশান্ত কুন্ডু, নিতাই ঘোষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, পৌর সভার কাউন্সিলরবৃন্দ প্রমুখ।
এরআগে, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুব জেলার প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।অপ্রীতিকর ঘটনা রোধে দিন-রাত ২৪ঘন্টা সার্বক্ষনিক তত্ত্বাবধান করছেন।
Leave a Reply