পুজা মন্ডপের পরিবেশ সুন্দর ও উৎসব মুখর রাখতে তিনি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও দর্শনার্থীদের সাথে কথা বলেন ।
এসময় তিনি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদেকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।এর পাশাপাশি কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকদেরকেও দায়িত্ব পালনের আহ্বান করেন।
সনাতন ধর্মাল্বীদের সর্ববৃহৎ ধর্মীয় পুজা অর্চনা শারদীয় দূর্গা পূজা গত শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে।
এবার পাঁচবিবিতে ৭৩টি পূজা মন্ডপে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। হিন্দ ধর্মাবলম্বীদের সার্বজনীন এ পুজায় প্রতিদিন অসংখ্য ভক্ত ও অনুরাগীরা দল বেঁধে পূজা মন্ডপ গুলোতে উপস্থিত হয়ে পূজা অর্চনা সহ আরতিতে অংশ গ্রহণ করছে। মন্ডপ এলাকায় বিরাজ করছে উৎবের আমেজ ।
ওসি জাহিদুল হক বলেন, আবহমান কাল থেকে চলে আসছে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, পর ধর্মের প্রতি সম্মান দেখিয়ে সকল ধর্মের আচার অনুষ্ঠান পালনে সকলকে সহযোগিতার আহবান জানান ।
এব্যাপারে জয়পুরহাটের সুযোগ্য পুলিশ সুপার নুরে আলম সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলেও তিনি জানান।
Leave a Reply