ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩/২৪ এর আওতায় গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসের আয়োজিত বাছাইকৃত ফুটবল খেলোয়ারদের আবাসিক ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের জেলা প্রশাসক ও জেলা ক্রিয়া অফিসের আয়োজনে বাছাইকৃত ফুটবল খেলোয়ারদের আবাসিক ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল ।
সাত দিন ব্যাপি চলবে এই আবাসিক ক্যাম্প। এই
আবাসিক ক্যাম্পে জেলার সাত উপজেলার বাছাইকৃত ৩০ জন ফুটবল খেলোয়ারদের অংশগ্রহণ করবেন।
Leave a Reply