ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : আমরা ক্ষমতার জন্য লড়াই করব না জনগণের স্বার্থের জন্য লড়াই করব। আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এজন্য তৃনমূল পর্যায়ে দল গোছানো হচ্ছে। কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সংগঠিত করে প্রত্যেক আসনের জন্য প্রার্থী নির্বাচন করা হচ্ছে। ওই প্রার্থীদের নির্বাচনী এলাকায় গিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাপা‘র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।
দীর্ঘ ১১ বছর পর এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুপুর ১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় জেলা সম্মেলন।
জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলের মাহাসচিব মজিবুল হক চুন্নু, রংপুর সিটি করপরেশন মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন সহ অন্যরা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, মহাজোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। জাতীয় পার্টি তাই ৩০০ আসনেরই প্রার্থী দেয়ার প্রক্রিয়ায় রয়েছে।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্যগতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে সরকার। আইনের শাসন প্রতিষ্ঠায়ও সরকার ব্যর্থ। সম্মেলন উপলক্ষে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই সম্মেলন স্থালে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হন। সমাবেশের পর বিকেলে নতুন কমিটি ঘোষণা করা হবে।
Leave a Reply