ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৮অক্টোব) দুপুরে জেলা পরিষদের আয়োজনে নিজস্ব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র মতলুবর রহমান ও প্রকৌশলী সিরাজুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, ৭৫‘র ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সাথে তাদের পরিবার পরিজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিষ্পাপ শিশু রাসেল সেদিন খুনিদের বর্বরতার হাত থেকে রেহাই পায়নি। তারা রাসেলের জন্মদিনকে বাংলাদেশের শিশুদের জন্য একটি বিশেষ দিন উল্লেখ করে বলেন, ছোট্ট ওই শিশুটি রাজনীতি বা ক্ষমতা বুঝতো না। বাবার মতোই সহজ সরল ছিল তার অন্তর। সবাইকে ভালোবেসে আপন করে নেয়ার ক্ষমতা শেখ রাসেলকে আলাদা পরিচয়ে চিহ্নিত করে।
Leave a Reply